, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবি

  • আপলোড সময় : ২০-১০-২০২৩ ০৬:৪২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৩ ০৬:৪২:৫৬ অপরাহ্ন
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবি ছবি: সংগৃহীত
গার্মেন্টস শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। তারা বলেছেন, অতীতে মজুরি নির্ধারণ ও গেজেট প্রণয়নকালে নিম্নতম মজুরি বৃদ্ধির তুলনায় অধিকাংশ শ্রমিকদের মজুরি কম বৃদ্ধি করা হয়। তাই সকল শ্রমিকদের একইহারে মজুরি বৃদ্ধি করতে হবে।  

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ দাবি জানান নেতারা।

সংগঠনের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা কে. এম মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন শ্রমিকনেতা হাফিজুল ইসলাম, ইকবাল হোসেন, এম. এ শাহীন, সাইফুল্লাহ আল মামুন, জালাল হাওলাদার, জয়নাল আবেদীন, সানাউল্লাহ মন্ডল, আমিনুল ইসলাম, সুমা আক্তার, সোহেল রানা, আমজাদ হোসেন প্রমুখ।

সমাবেশে শ্রমিক নেতা ইদ্রিস আলী বলেন, ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। জাতীয় স্বার্থে শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা করা নৈতিক কর্তব্য। অথচ শ্রমিকদের প্রকৃত মজুরি বৃদ্ধি না করার জন্য বহুবিধ অপপ্রয়াস চলছে।

বিদ্যমান গেজেটে ৭টি গ্রেড উল্লেখ থাকায় দক্ষ শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার হচ্ছে। যে কারণে ৫টি গ্রেড করা আবশ্যক।’

তিনি আরো বলেন, ‘প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে শ্রমিকদের প্রকৃত মজুরি যাতে কমে না যায় তার জন্য প্রতিবছর ১০ শতাংশ হারে মজুরি বৃদ্ধি গেজেটে সন্নিবেশিত করতে হবে।’

নেতারা সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে ন্যায়সঙ্গত দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন বেগবান করার জন্য সকল শ্রমিকদের আহ্বান জানান।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস