, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ , ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


আবেদনের ২০ দিনের মাথায় বাড়িতে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স: সচিব

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৩ ০৪:৫১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৩ ০৪:৫১:০৪ অপরাহ্ন
আবেদনের ২০ দিনের মাথায় বাড়িতে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স: সচিব
এবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, আবেদন করার মাত্র ২০ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্সসহ অন্য সুযোগ-সুবিধা বাড়িতে পৌঁছে যাবে। এজন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে যেতে হবে না।

আজ শনিবার (১৩ মে) দুপুরে মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সচিব আরও বলেন, বিআরটিএ অফিসে এখন থেকে কোনো দালালের জায়গা নেই। ড্রাইভিং লাইসেন্সসহ অন্য সুবিধার জন্য আবেদন করার পর বাড়িতেই পৌঁছে যাবে এগুলো।

তিনি আরও বলেন, একেকটি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ফোন-ফ্যাক্সের দোকান এখন বিআরটিএ অফিস। অনলাইনে আবেদন করার পরই ফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে পরীক্ষার সময়। একইভাবে লাইসেন্স প্রদানের সময়ও জানিয়ে দেওয়া হবে। অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়ম-দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ৫ থেকে ৭ বছর ধরে বিআরটিএ অফিস ঘুরেও যারা লাইসেন্স পাননি তাদের বিষয়ে সচিব বলেন, অনেক আবেদন হারিয়ে গেছে। আবার আবেদনে ভুল রয়েছে। তাদের লাইসেন্স পেতে এখনো অপেক্ষা করতে হবে। তবে দ্রুত পেতে হলে আবার নতুন করে আবেদন করার পরামর্শ দেন তিনি।
সর্বশেষ সংবাদ
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস