, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ , ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


ভবিষ্যতে আমরা ভালো খেলবো: ভারতের বিপক্ষে হারের পর শান্ত

  • আপলোড সময় : ১৯-১০-২০২৩ ১১:১০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৩ ১১:১০:৫৫ অপরাহ্ন
ভবিষ্যতে আমরা ভালো খেলবো: ভারতের বিপক্ষে হারের পর শান্ত
চলতি বিশ্বকাপে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশ। পুনেতে টাইগারদের পরাজয়ের স্বাদ নিতে হলো আসরে নিজেদের চতুর্থ ম্যাচেও। লাল-সবুজের দলকে হারিয়ে গতকাল টুর্নামেন্টে নিজেদের টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল।

এদিকে ভারতের বিপক্ষে গতকালের ম্যাচে টাইগারদের একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অনুপস্থিতিতে আজ অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন নাজমুল হোসেন শান্ত। টসে জিতে আগে ব্যাটিং নেয়ার পর উড়ন্ত শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ তামিম 

তবে এরপর আবার চিরচেনা ব্যাটিং বিপর্যয়। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪৬ রানের ইনিংসে বাংলাদেশ পায় ২৫৬ রানের সংগ্রহ। বাংলাদেশের দেয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত এবং শুভমান মিলে উড়ন্ত শুরু এনে দেন ভারতকে।

এরপর বাকি কাজটুকু করেছেন অনেকটা বিরাট কোহলি একাই। মাঝে সঙ্গী হিসেবে পেয়েছিলেন শ্রেয়াস আইয়্যার এবং লোকেশ রাহুলকে। কোহলির অপরাজিত শতকেই আজ ৭ উইকেট আর ৫১ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে ভারত।

এদিকে টুর্নামেন্টে টানা তৃতীয় হারের পর অধিনায়ক শান্ত বলেন, ‘ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ, ওরা কি করতে পারে তা আজও দেখিয়ে দিয়েছে।’ এরপর শান্ত বলেন, ‘আমরা আমাদের সেরা খেলাটা আজ খেলতে পারিনি। আশা করি ভবিষ্যতে আমরা ভালো খেলবো।’

গতকালের হার নিয়ে তিনি বলেন, ‘তানজিদ তামিম খুব ভালো খেলেছে, বোলাররাও ভালো করেছে, সমস্যা হলো আমরা ব্যাট হাতে ভালো ফিনিশিং করতে পারিনি। লিটন আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে ভালো হতো। আর ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নেয়া প্রয়োজন।’
সর্বশেষ সংবাদ
মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি, বাতিল হচ্ছে ৪ লেখকের গল্প প্রবন্ধ

মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি, বাতিল হচ্ছে ৪ লেখকের গল্প প্রবন্ধ