, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নাগরিকদের লেবানন ছাড়তে বলল আমেরিকা ও যুক্তরাজ্য

  • আপলোড সময় : ১৯-১০-২০২৩ ১০:৪৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৩ ১০:৪৮:৫৩ অপরাহ্ন
নাগরিকদের লেবানন ছাড়তে বলল আমেরিকা ও যুক্তরাজ্য
এবার হামাস–ইসরায়েল সংঘাতে লেবাননও জড়িয়ে পড়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রস্তুত বলে জানিয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীও সীমান্ত এলাকায় হামলা চালিয়েছে। এবার লেবানন থেকে নিজেদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকা, যুক্তরাজ্য ও জার্মানি।

এদিকে বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, বৃহস্পতিবার লেবাননে অবস্থানরত নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে বৈরুতে অবস্থিত আমেরিকা, যুক্তরাজ্য ও জার্মানির দূতাবাস। এ সময় জানানো হয়, ফ্লাইট চলবে। 
 
ফিলিস্তিন ও ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবানন। এ কারণে যুদ্ধের প্রভাব পড়ছে দেশটিতে। এবার এই ঘোষণার কারণে লেবাননে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 
 
এর আগে সংঘাত শুরুর পরই নাগরিকদের লেবানন ভ্রমণে নিষেধ করে আমেরিকা ও যুক্তরাজ্য। তবে এবার ফ্লাইট চালু করা হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮৫ জনে। এদের মধ্যে দেড় হাজারের বেশি শিশু।
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ