এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এতে ২৫ বাস যাত্রীসহ ৩০ জন আহত হয়েছেন। আহত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জিংলাতুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে নিহতরা হলেন- উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই হাজারী বাড়ির মৃত রশিদ হাজারীর স্ত্রী রোসিয়া বেগম (৬২), বারপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৬৫) ও তার পুত্রবধূ সুমাইয়া আক্তার (২৫)। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা যায়, ঢাকা থেকে নোয়াখালীগামী কে কে পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফজিলাতুন্নেছা এবং রোসিয়া বেগম নিহত হন। তারা আপন বোন।
তাৎক্ষণিকভাবে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশার আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পাঠান। পরে ঢাকা মেডিকেল নেওয়ার পথে সুমাইয়া আক্তার নামে আরও একজন মারা যান।
এদিকে দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মহসিন জানান, দুর্ঘটনায় নিহত তিনজন একই পরিবারের। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাসচালক ও তার সহকারী পলাতক।