, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্ববিদ্যালয় দিবসে শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী 

  • আপলোড সময় : ১৯-১০-২০২৩ ১০:১০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৩ ১০:১০:৫৭ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয় দিবসে শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী 
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজ ক্যাম্পাসে শ্লীলতাহানির শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী ও ছোট পর্দার অভিনেত্রী শায়লা সাথী। শ্লীলতাহানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে সূত্রাপুর থানা পুলিশ তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে।

আটক শিক্ষার্থীর নাম মেহেদী হাসান সৈকত। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কোতোয়ালি থানায় মামলার করার প্রস্তুতি নিচ্ছেন হেনস্থার শিকার হওয়া ওই শিক্ষার্থী। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাতুব্বর।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হেনস্তার শিকার ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দেন। বিশ্ববিদ্যালয় দিবসে নিজের ভিডিও করার সময় মেহেদী হাসান সৈকত পেছন থেকে তাকে স্পর্শ করেন বলে জানা গেছে।

পেছন থেকে এসে অভিযুক্ত শিক্ষার্থী এই অভিনেত্রীকে স্পর্শ করছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে অভিনেত্রী শায়লা সাথী জানায়, ‘এই ছেলেটি অনেক দিন ধরে তাকে জ্বালাতন করছিল। মেসেঞ্জারে বাজে বাজে অকথ্য ভাষায় মেসেজ দিত। কিন্তু আমি পাত্তা দিতাম না।

বিশ্ববিদ্যালয় দিবসে আমি শান্তচত্বরে সুন্দর মুহূর্তকে ধারণ করতে নিজের ভিডিও করছিলাম। এ সময় মেহেদী হাসান সৈকত নামে ওই ছেলেটি আমার পেছন থেকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, লিখিত বক্তব্য পেয়েছি। সিসি ক্যামেরা দেখা হবে। অভিযোগের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।