, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রেস্টুরেন্টে খেয়ে বিল না দিতে হার্ট অ্যাটাকের অভিনয়!

  • আপলোড সময় : ১৯-১০-২০২৩ ০৭:৫১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৩ ০৭:৫১:২৩ অপরাহ্ন
রেস্টুরেন্টে খেয়ে বিল না দিতে হার্ট অ্যাটাকের অভিনয়!
কখনও রেস্টুরেন্টে খেয়ে বিল না দিতে হার্ট অ্যাটাকের অভিনয় করার কথা শুনেছেন? বেশির ভাগ লোক হয়তো এমনটি শুনলে অবাক হবেন বা বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু এমনই বিরল ঘটনা ঘটেছে স্পেনের ব্লাঙ্কা অঞ্চলের একটি রেস্টুরেন্টে। সেখানে এক ব্যক্তি রেস্টুরেন্টের বিল না দিতে হার্ট অ্যাটাকের অভিনয় করেছিলেন। পরে তাক গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ৫০ বছর বয়সী ওই ব্যক্তি গত মাসে ধরা পড়েন। লোকটি একটি রেস্টুরেন্টে খেয়েছিলেন। তার খাবারের বিল হয়েছিল ৩৭ ডলার। কিন্তু ওই ব্যক্তি বিল পরিশোধ না করেই চলে যাওয়ার চেষ্টা করেছিল।

পরে রেস্টুরেন্টের কর্মীরা তাকে আটক করে এবং বিল পরিশোধ করতে বলেন। তখন ওই ব্যক্তি জানান, তিনি তার হোটেলের রুম থেকে টাকা আনতে যাচ্ছিলেন। এরপর হঠাৎ করেই হার্ট অ্যাটাকের অভিনয় শুরু করেন। রেস্তোরাঁর ব্যবস্থাপক জানান, ওই ব্যক্তি অজ্ঞান হওয়ার ভান করে মেঝেতে শুয়ে পড়েন এবং অ্যাম্বুলেন্স ডাকতে বলেন।

পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে অন্য রেস্টুরেন্টে এ ধরনের কাজ করার কারণে লোকটিকে চিনতে পারে এবং তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এর আগে ২০টিরও বেশি রেস্টুরেন্টে ওই ব্যক্তি একই কাজ করেছিলেন। খাবার খেয়ে বিল না দিতে হার্ট অ্যাটাকের অভিনয় করা ছিল তার অভ্যাস।
সর্বশেষ সংবাদ