, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

  • আপলোড সময় : ১৯-১০-২০২৩ ১২:৪২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৩ ১২:৪২:২৪ অপরাহ্ন
বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ছবি: সংগৃহীত
বিশ্বকাপ মিশনে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে শুরু করেছিল টাইগাররা। কিন্তু এরপরের দুই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে এবং নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এদিকে বিশ্বকাপে টানা দুই হারের পর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে খেলতে নামবে বাংলাদেশ দল। তবে পুনেতে বুধবার (১৮ অক্টোবর) হালকা বৃষ্টি হয়েছে। আর ভারত-বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এ বারের বিশ্বকাপে পুনেতে এখনো কোনো ম্যাচ হয়নি। বৃহস্পতিবারই সেখানে প্রথম ম্যাচ। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ বাতিল না হলেও, হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বুধবার বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে পুনের মাঠ ঢেকে দেন কর্মীরা। পুনের আকাশ ছেয়ে গিয়েছিল কালো মেঘে। যা চিন্তার ভাঁজ ফেলতে পারে ক্রিকেটারদের কপালে। বৃহস্পতিবার তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানানো হয়েছে। আর ১১ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে।

এদিকে স্বাগতিক ভারত তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। আর বাংলাদেশও চাইবে দুই হারের পর ঘুরে দাঁড়াতে। আর সাম্প্রতিক সময়ও কথা বলছে বাংলাদেশের পক্ষেই। ভারতের বিপক্ষে শেষ ৪ ওয়ানডের তিনটিতেই জয় রয়েছে টাইগারদের। তবে ওয়ানডে পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ভারত। সব মিলিয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত ৪০বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ জিতেছে মাত্র ৮ ম্যাচে।
 
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’