আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরাতে আয়োজিত ১৮তম জাতীয় ফার্নিচার মেলায় অংশগ্রহণ করছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে ১৭ অক্টোবর পাঁচদিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় কাঠের আসবাবপত্রের জন্যে সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি রংয়ের সমাহার নিয়ে হাজির রয়েছে বার্জার পেইন্টস।
ক্রেতাসাধারণের জন্য এ মেলা চলবে আগামী ২১ অক্টোবর, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলা উপলক্ষ্যে বার্জার পেইন্টসের ফার্নিকেয়ার সার্ভিসের সুপারভিশন চার্জের উপর ৫০% ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন মেলায় আগত সবাই। মেলায় বার্জার পেইন্টসের স্টল থেকে অথবা ফেসবুক পেইজের মাধ্যমে অফারটি নিতে পারবেন।
উল্লেখ্য, বার্জার ফার্নিকেয়ার সার্ভিসের আওতায় কাঠের বা বোর্ডের তৈরি ফার্নিচারের পেইন্টিং/রিপেইন্টিং সার্ভিস দিয়ে থাকে। ফার্নিকেয়ার সার্ভিসের মাধ্যমে বাড়ির পুরোনো আসবাব হয়ে যায় নতুনের মত, আর এই রং এমনিতে পানি প্রতিরোধী, টেকসই, আর দৈনন্দিন ব্যবহারের দাগ পড়ার ঝুকিমুক্ত। আর কল্পনার সব রং মিলিয়ে নিতে বার্জার দিচ্ছে ৭০টির ও বেশি শেড থেকে পছন্দেরটি বেছে নেয়ার সুবিধা, ম্যাট বা গ্লসি যেকোন ফিনিশে।
বেশ কয়েক বছর ধরেই বার্জার পেইন্টস তাদের ইনোভা ব্র্যান্ডের উডকোটিং পন্যের মাধ্যমে কাঠের বা বোর্ডের সবরকম আসবাবের রংয়ের সল্যুশন দিয়ে আসছে। বাসাবাড়ির কাজের পাশাপাশি অনেক ফার্নিচার প্রস্তুতকারী ফ্যাক্টরিতেও যাচ্ছে এই রং। সময়ের সাথে বদলেছে বাসাবাড়ির ফার্নিচারের ক্ষেত্রে ভোক্তাদের রুচি, আর তাই নিত্যনতুন চাহিদার কথা বিবেচনা করে বার্জার পেইন্টস খুব শীঘ্রই বাজারে আনবে তাদের নতুন কিছু পণ্য।
ভোক্তারা মেলায় এসে বার্জার পেইন্টসের স্টল থেকে ডিসকাউন্টের পাশাপাশি কাঠ বা বোর্ডের উপর প্রয়োগ করা যায় এমন উডকোটিং পণ্যসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে এবং সঠিক ব্যবহারবিধি জেনে সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করার পরামর্শ পাচ্ছেন। মেলায় দর্শনার্থীদের জন্য কোনো ধরনের প্রবেশ মূল্য নেই।