, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপে তামিমের জায়গা না হওয়ার কারণ জানালেন হাথুরু

  • আপলোড সময় : ১৯-১০-২০২৩ ০৯:৪৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৩ ০৯:৪৪:০৫ পূর্বাহ্ন
বিশ্বকাপে তামিমের জায়গা না হওয়ার কারণ জানালেন হাথুরু
চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। বিশ্বকাপ মিশনে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে শুরু করেছিল টাইগাররা। কিন্তু এরপরের দুই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে এবং নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় লাল সবুজের প্রতিনিধিরা।

এবার বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে শুরু হবে।

বিশ্বকাপ শুরু হয়ে গেলেও এখনও আলোচনায় টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দলের বর্তমান ওপেনারদের ব্যর্থতায় তার অভাব বারবার স্মরণ করাচ্ছে। ভারতের বিপক্ষে মাঠে নামার আগেও টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে উঠে এসেছে সেই প্রসঙ্গ।

গতকাল বুধবার (১৮ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক হাথুরুসিংহেকে জিজ্ঞেস করেন, তামিমকে মিস করছেন কিনা। এমন প্রশ্নের জবাবে গতানুগাতিক উত্তর দেন হাথুরু। একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপের দল নির্বাচন করার সময় তামিম খেলার জন্য প্রস্তুত ছিল না।

হাথুরু বলেন, ‘তামিম এখানে নেই। তাকে মিস করছি কি না সেটা বলা কঠিন। দুর্ভাগ্যবশত, যখন আমরা বিশ্বকাপের জন্য দল নির্বাচন করি তখন সে খেলার জন্য প্রস্তুত ছিল না। অবশ্যই তার রেকর্ড ভালো। এখন যারা আছে, আমরা তাদের ওপরই আস্থা রাখছি।’

টাইগারদের প্রধান কোচ কথা বলেছেন সাকিবের ইনজুরি নিয়েও। তিনি বলেন, ‘সাকিবের অবস্থা ভালো। সে নেটে ভালো একটি ব্যাটিং সেশন কাটিয়েছে। ভালো রানিংও করেছে। সে ঠিক আছে। আগামীকাল (আজ) সকালে আমরা তার পর্যালোচনা করবো। তখন হয়তো তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। তবে তার বিষয়ে আমরা কোনো ঝুঁকি নিবো না।’
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর