এবার পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সেহার শিনওয়ারি। বিশ্বকাপ খেলা নিয়ে তিনি বেশ আবেগী। সেই আবেগ থেকেই সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন ভারতের মুখোমুখি বাংলাদেশের খেলা নিয়ে তার শর্তের কথা। আজ বৃহস্পতিবার ১৯ অক্টোবর মাঠে নামবে ভারত-বাংলাদেশ।
ভারত প্রথম তিন ম্যাচে জয় লাভ করে নেয় দুর্দান্ত অবয়বে। বাংলাদেশের প্রথম ম্যাচ হয় আফগানিস্তানের বিপক্ষে। সেখানে জয় পেলেও পরের দুই ম্যাচে পরাজিত হতে হয় লাল-সবুজের দেশকে। আজ ভারত-বাংলাদেশ ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ ও সমর্থন জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি।
গতকাল বুধবার তিনি বলেছেন, আগামীকাল ১৯ অক্টোবর বাংলাদেশ ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন তিনি।
গত ১৫ অক্টোবর টুইট করেছিলেন সেহার। ভারতের বিপক্ষে পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারেননি এই অভিনেত্রী। তাই তিনি বাংলাদেশকে সমর্থন জানিয়ে ঢাকা আসার কথা জানালেন।
তিনি টুইটারে লিখেছেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে, তাহলে আমি ঢাকা গিয়ে বাঙালি ক্রিকেটার বন্ধুদের সঙ্গে ডিনারে মাছ খাব।’
গত ১৬ অক্টোবর অভিনেত্রী আগের টুইটের রেশ ধরে বললেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ ভারতকে হারাতে পারবে। দরকার হলে আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখুন, পরে দেখাবেন আমাকে।’
এদিকে, পাকিস্তানের হায়দরাবাদে জন্ম সেহার শিনওয়ারির। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’-এ অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হয় সেহারের। ২০১৫ সালে টেলিভিশনে মর্নিং শো করতেন সেহার। সেই শো’টি বিপুল জনপ্রিয়তা পায়। ওই শোয়ের হাত ধরেই ঘরে ঘরে পরিচিতি পান অভিনেত্রী।