, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তিতুমীর কলেজে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন 

  • আপলোড সময় : ১৮-১০-২০২৩ ০৩:০০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৩ ০৩:০০:৩৯ অপরাহ্ন
তিতুমীর কলেজে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন 
তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হয়েছে। বুধবার  (১৮  অক্টোবর) কলেজের শহিদ বরকত মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, জন্মদিন  উদযাপন করছি ঠিকই এতে আনন্দের অনুভূতি নেই বিষাদ কাজ করছে । শেখ রাসেল সবার প্রিয় ছিলেন, ১০ বছর জীবনেই নানা অভিজ্ঞতা সাক্ষী।১৫ আগষ্ট সপরিবারে তাকে হত্যা করা হয়। শেখ রাসেলের একটা সুন্দর জীবন হতে পারতো, হয়নি সেটা আমরা বাঙালি  জাতির জন্য দুঃখের বিষয় । 

 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মাঞ্জুমা হক । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন ও শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু। মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড.রতন সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রলীগ সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস