এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে চারটি বিভাগের ২০২২-২৩ অর্থ বছরে মনোনীত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর ২০২৩) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, এ ধরনের একাডেমিক সেশন যত বেশি আয়োজন হবে বিশ্ববিদ্যালয় ততবেশি সামনের দিকে অগ্রসর হবে। এ ধরনের সেমিনারে প্রকল্পসমূহ উপস্থাপনের মধ্যদিয়ে সম্পদ-ব্যক্তিদের মূল্যায়নে গবেষকরা তাদের গবেষণা নিয়ে নতুন নতুন পথের দেখা পায়। গবেষকরা নিজেদের গবেষণাকে সঠিক পথে পরিচালিত করার দিশা পান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণা কার্যক্রমকে বিশেষভাবে উৎসাহিত করছে জানিয়ে উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয় মূলত শিক্ষা ও গবেষণার জন্য। বর্তমান প্রশাসন শিক্ষকদের গবেষণার দিকে আগ্রহী করে তুলতে গত দুবছর অহরাত্রি কাজ করে যাচ্ছে। এরই ফলশ্রুতিতে গবেষণার দিক দিয়ে বিশ্ববিদ্যালয় এখন ঠিক পথেই এগুচ্ছে বলে মনে হয়।
ড. সৌমিত্র শেখর বলেন, আমরা গবেষণার জন্য ধারাবাহিকভাবে অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছি। সেই সঙ্গে গবেষকরা যেন যথাসময়ে তাদের গবেষণা প্রতিবেদন জমা দেয় সেটি নিশ্চিতেও কঠোরভাবে কাজ করা হচ্ছে। এ ব্যাপারে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। গবেষণা প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের এই নীতি আগামীতেও অব্যাহত থাকবে বলে উপাচার্য ঘোষণা দেন।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।স্বাগত বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. তুষার কান্তি সাহা। সম্পদ ব্যক্তি হিসেবে গবেষকদের গবেষণা প্রকল্প মূল্যায়ন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. দীপঙ্কর দাশ, প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষকসহ অন্যরা উপস্থিত ছিলেন।