, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গাজার হাসপাতালে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৫০০

  • আপলোড সময় : ১৮-১০-২০২৩ ০৯:৩০:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৩ ০৯:৩০:২৩ পূর্বাহ্ন
গাজার হাসপাতালে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৫০০
এবার ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার আল-আহলি আরব নামের ওই হাসপাতালটিতে এ হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 
  
এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালটিতে কয়েকশ আহত ও অসুস্থ মানুষ ছিলেন। এছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষও এখানে ছিলেন। এ হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছে গাজা সরকার। 

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই হাসপাতালটির একটি হলরুমে কয়েকশ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। তাঁরা বিমান হামলায় আহত ছিলেন,  তবে সেখানেও চালানো হয়েছে নৃশংসতা। 
 
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর থেকে গাজায় পাল্টা বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এ যুদ্ধ থামানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এদিকে ইসরায়েল–হামাস সংঘাতে নিহত বেড়ে ৪ হাজার ১০০ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজারই ফিলিস্তিনি। গাজা থেকে অন্যত্র সরে গেছেন লাখো বাসিন্দা। 
সর্বশেষ সংবাদ