এবার বিয়ের দ্বিতীয় দিনই নগদ দেড় লাখ টাকা এবং কিছু গয়না নিয়ে পালিয়েছেন ভারতের এক নববধূ। এমনই অভিযোগ নিয়ে বর পক্ষের লোকজন পুলিশের দ্বারস্থ হয়েছেন। পরিকল্পনা করে চুরির জন্যই তরুণী এই বিয়ে করেছিলেন বলে মনে করছে পুলিশ।
এদিকে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত নববধূ দেড় লাখ টাকা এবং কিছু গয়না নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় অশোক কুমারের দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, তিনি বাড়ির ছোট ছেলের বিয়ের জন্য পরিচিত এবং আত্মীয়দের থেকে পাত্রী খুঁজছিলেন। তখন মঞ্জু নামের এক নারীর সঙ্গে পরিচয় হয় তার।
মঞ্জু তাকে জানিয়েছিলেন, তার কাছে পাত্রীর খোঁজ আছে। পাত্রীর নাম প্রীতি। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। তাই বিয়ের জন্য তারা কোনো যৌতুক দিতে পারবেন না। অশোক জানান, তারা কোনো যৌতুক নিতে না চাওয়ায় বিয়ের কথা পাকা হয়ে যায়।
এদিকে গত ২৬ জুলাই আদালতে তার ছেলের সঙ্গে প্রীতির বিয়ে সম্পূর্ণ হয়। ওই দিন রাতে তাদের বাসায় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কিন্তু পরদিন সকালে প্রীতিকে তারা আর খুঁজে পান না।
গত রোববার এ ঘটনায় বিলাসপুর থানায় প্রীতি, মঞ্জু এবং অন্য একজনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। থানার একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, তদন্ত চলছে এবং অভিযুক্তদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।