এবার খালি গায়ে চেয়ারে বসে অফিসের মিটিং করছেন বস, তাঁর শরীর ম্যাসাজ করে দিচ্ছেন এক নারী— এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবির ওই চেয়ারে বসে থাকা ব্যক্তিটি মালয়েশিয়ার এয়ারলাইন কোম্পানি এয়ারএশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টনি ফার্নান্দেস। এভাবে খালি গায়ে মিটিং করা নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে নেট দুনিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি লিংকডইনে টনি ফার্নান্দেস নিজেই ছবিটি শেয়ার করেছেন। তাঁর কোম্পানি কতখানি কাজের স্বাধীনতা দিয়ে থাকে তা বোঝাতে তিনি এই ছবি পোস্ট করেন বলে জানান। পোস্টের ক্যাপশনে টনি লিখেছেন, ‘সপ্তাহ জুড়ে ভীষণ কাজের চাপ ছিল।
ভেরানিটা ইয়োসেফাইন (ইন্দোনেশিয়ায় এয়ারএশিয়ার সিইও) আমাকে ম্যাসাজ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ইন্দোনেশিয়া এবং এয়ারএশিয়ার এই সংস্কৃতি ভালো লেগেছে। আমি ম্যানেজমেন্ট মিটিংয়ের মধ্যেই ম্যাসাজ নিতে পেরেছি।’
মুহূর্তেই ভাইরাল হয়ে যায় টনি ফার্নান্দেসের এই পোস্ট। সেখানে মন্তব্য করেন বহু মানুষ। তবে অনেকেই বিষয়টি ভালোভাবে নেয়নি। পোস্টের বেশিরভাগ মন্তব্য ছিল নেতিবাচক। এক ব্যবহারকারী লিখেছেন, ‘একজন প্রাপ্তবয়স্ক মানুষ, এমন বড় একটি কোম্পানির প্রধান নির্বাহী, তিনি খালি গায়ে ম্যাসাজ নিতে নিতে মিটিং করছেন। কোম্পানির প্রধান নির্বাহী না হলেও এমন আচরণ যথাযথ নয়।’
আরেকজন লিখেছেন, ‘ধরে নিলাম, অনেক কাজের পর ওই মিটিং হয়েছিল এবং অফিসের বেশিরভাগ লোক ছিল না। তারপরও, অন্তত ছবি তোলার জন্য একটা শার্ট গায়ে দিতে পারতেন।’ অপর একজন লিখেছেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, টনি ফার্নান্দেস এই পোস্ট করেছেন। আমার মনে হয় কেউ তাঁর আইডি হ্যাক করে এটি পোস্ট দিয়েছে।’