চলতি মাসেই বসবে এবারের ব্যালন ডি’অরের আসর। সেখানেই তুলে দেয়া হবে মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো আর্লিং হালান্ড।
এদিকে ফ্রান্স ফুটবল প্রতি মৌসুমের সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে থাকে। ৩০ অক্টোবর প্যারিসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হাতে তুলে দেয়া হবে এবারের ব্যালন ডি’অর. ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার কে জিতবে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
বিশ্বের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এবার ফাঁস করে দিয়েছেন ব্যালন ডি’অর বিজয়ীর নাম। স্পেনের সংবাদমাধ্যম দারিও স্পোর্ট এর বরাত দিয়ে রোমানো জানান, ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি।
কাতার বিশ্বকাপজয়ী মেসি যদি এবার ব্যালন ডি’অর জেতেন তাহলে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেবেন তিনি। ইতিহাসে সর্বোচ্চ সাতবার ব্যালন ডি'অর জিতেছেন এই আর্জেন্টাইন। মেসির পরই দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।