, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজধানীর উত্তরায় সিফাত হত্যা মামলায় মানববন্ধন পালিত

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ০৬:০৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ০৬:০৪:১০ অপরাহ্ন
রাজধানীর উত্তরায় সিফাত হত্যা মামলায় মানববন্ধন পালিত
তানজীন মাহমুদ (তনু): রাজধানীর উত্তরায় সিফাত হত্যার বিচারে মানববন্ধন পালন করা হয়। মঙ্গলবার সকালে উত্তরার রাজলক্ষী মেইন রোডে বিচারের দাবিতে দুপাশের রাস্তা বন্ধ করে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় খুনি দের ফাঁসি চেয়ে বিচার চাই,বিচার চাই,সিফাত হত্যার বিচার চাই আওয়াজে থমকে যায় পুরো পথ। 

মানববন্ধন এ উপস্থিত সকলে ঘটনার অনেকদিন হয়ে গেল খুনিদের ধরতে ব্যর্থ হওয়ায় পুলিশের ভূমিকার জবাব চান।পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে অবরোধ করা রাস্তা থেকে তাদেরকে সরিয়ে আনা হয়। 

উল্লেখ্য, দক্ষিণখান কসাইবাড়ী রেলগেট সংলগ্ন বটতলা এলাকায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার দক্ষিণখানের জালাল উদ্দিন আহমেদ সরণি সড়কের ১৫ নং আমিন ভিলার মো. মোতালেব হোসেন ও মোছা. নাসরিন দম্পতির একমাত্র ছেলে। মোসাব্বির সিএনএস নামের একটি কোম্পানিতে কাজ করতেন।  এ বিষয়ে দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন নিহতর মা নাসরীন আক্তার। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান