, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইবিতে সাতক্ষীরা জেলা কল্যাণ সমিতির গেট টুগেদার 

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ০৪:৫৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ০৪:৫৩:১৬ অপরাহ্ন
ইবিতে সাতক্ষীরা জেলা কল্যাণ সমিতির গেট টুগেদার 
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ১১৬ নং কক্ষে এর আয়োজন করে সংগঠনটি। 

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবু সোহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমান। বিশেষ অতিথি ছিলেন লালন শাহ হল প্রভোস্ট ও আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি রবিউল ইসলাম, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্ট্রার রাশেদুজ্জামান খান টুটুল এবং শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিব হোসেন। এসময় সংগঠনের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালন করেন সংগঠনের যুগ্ম সম্পাদক ইশরাত জাহান ও সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান। 

এসময় নবীনদের উদ্দেশ্য অধ্যাপক ড. মিজানূর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় জীবন অনেক চ্যালেঞ্জিং। এটা মুক্ত ও স্বাধীন পরিবেশ। এই পরিবেশে এসে অনেকে লেখাপড়া বাদ দিয়ে অনলাইনে পড়ে থাকেন। এটা ঠিক নয়। দৈনিক ৪/৫ ঘন্টা পড়াশোনার পিছনে সময় দিতে হবে। তাহলে ভালো কিছু করতে পারবা। তোমাকে প্রমাণ করবে হবে চাকুরির বাজারে তুমিই সেরা। আমি যেন শুনিনা আমাদের জেলার কেউ কারোর সাথে অশালীন আচরণ করেছে। ভালো ব্যবহার দিয়ে সবার মন জয় কর‍তে হবে। 

প্রবীণদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো অবস্থাতেই দুর্নীতির আশ্রয় নেয়া যাবেনা। নৈতিক শিক্ষাই হলো আসল শিক্ষা। মানুষের উপকার করতে না পারলেও আমাদের দ্বারা কারো ক্ষতি যেন না হয়। 

উল্লেখ্য, অনুষ্ঠানে নবীনদের বরণ ও প্রবীণদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন