, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বউকে অ্যাসিড নিক্ষেপের মামলায় স্বামীর যাবজ্জীবন

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ০৪:০৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ০৪:০৪:০২ অপরাহ্ন
বউকে অ্যাসিড নিক্ষেপের মামলায় স্বামীর যাবজ্জীবন
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ-প্রতিনিধি: সিরাজগঞ্জে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভিকটিমের স্বামীকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৬ নভেম্বর রাত দেড়টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী সালমাকে ঘুমন্ত অবস্থায় মুখমণ্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে সালমার মুখ ঝলসে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন উঠে তাকে দ্রুত বেলকুচি হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকায় উন্নত চিকিৎসা করানোর জন্য নেওয়া হয়। এ ঘটনায় ভিকটিম সালমার বাবা ছলেমন ফকির বাদী হয়ে বেলকুচি থানায় সাইফুল ইসলামকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ আসামি সাইফুলকে গ্রেপ্তার করে। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস