, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হাসপাতালে ভর্তি আরিফিন শুভ, বিকেলে অপারেশন!

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ০৩:৩৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ০৩:৩৫:৪৬ অপরাহ্ন
হাসপাতালে ভর্তি আরিফিন শুভ, বিকেলে অপারেশন! ছবি: সংগৃহীত
চলতি মাসের ১৩ অক্টোবর সারাদেশে মুক্তি পেয়েছে ‘মুজিব‌: একটি জাতির রূপকার’ সিনেমাটি। সিনেমা মুক্তির পর থেকে দক্ষ অভিনয় করে প্রশংসায় ভাসছেন আরিফিন শুভ। খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধুর চরিত্রে শুভর অসাধারণ অভিনয় দেখে সবাই যেন মুগ্ধ।  কিন্তু এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা তার ফেসবুকে পোস্টের মাধ্যমে ভক্তদের দিলেন দুঃসংবাদ। মঙ্গলবার হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে আরিফিন শুভকে। সমস্যা জটিলতা এড়াতে আজই অস্ত্রোপচার করাতে হবে। বিষয়টি নিশ্চিৎ করেছেন নায়ক নিজেই।

জানা গেছে, বছরখানেক পলিপাস সমস্যায় ভুগছিলেন তিনি। গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যা নিয়েও ‘মুজিব’ সিনেমার কারণে সেভাবে চিকিৎসার সুযোগ হয়নি। মঙ্গলবার তার অবস্থা গুরুতর বলেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে আরিফিন শুভ জানান, ‘বছরখানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম, গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে ওঠেনি।

পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকালেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে।  আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।  আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস