, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হঠাৎ ভেঙে পড়লো নির্মাণাধীন সেতু

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ০৩:২৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ০৫:২০:২৮ অপরাহ্ন
হঠাৎ ভেঙে পড়লো নির্মাণাধীন সেতু ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রের চিপলুন শহরে মুম্বাই-গোয়া জাতীয় সড়কে হঠাৎ ভেঙে পড়েছে নির্মাণাধীন সেতুর একাংশ। একটি ক্রেন সেতুতে কাজ করছিল। এমন সময় ঘটে এ ঘটনা। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যেকোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারত বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

ভারতের আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেতু ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও সমাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, সেতুতে লোকজন কেউ না থাকলেও তার সামনের রাস্তায় যান চলাচল করছে। হঠাৎ দু’ভাগ হয়ে ভেঙে পড়ে নির্মানাধীন সেতু। সামনে যে গাড়ি ছিল, সেগুলিকে দ্রুত সেতু থেকে দূরে চালিয়ে নিয়ে যায় হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, যারা সেতু থেকে নিরাপদ দূরত্বে ছিলেন, তাদেরও চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল। মুম্বই-গোয়া জাতীয় সড়ক পশ্চিম ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। বাণিজ্যনগরীর সঙ্গে গোয়ার সংযোগকারী এই সড়ক দিয়ে প্রতি দিন প্রচুর গাড়ি চলে। সেখানে এমন দুর্ঘটনা আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 
সর্বশেষ সংবাদ