ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে সংশ্লিষ্টদের পদক্ষেপগুলো পর্যাপ্ত নয় তবে ডেঙ্গু চিকিৎসায় কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যারা আক্রান্ত হচ্ছেন দ্রুত হাসপাতালে চলে আসেন। দেরিতে আসলে কিছু করার থাকে না। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিধনে বছরজুড়ে কার্যক্রম নিতে হবে। শুধু বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না। যে পদক্ষেপগুলো আমরা দেখছি এখন তা পর্যাপ্ত নয়। যদি পর্যাপ্তই থাকতো তাহলে এখন পর্যন্ত আমাদের আড়াই লাখ লোক আক্রান্ত হয়েছে, এ পর্যন্ত প্রায় এক হাজার একশ লোক মৃত্যুবরণ করেছে। এটা তো অনেক বড় সংখ্যা। আমরা খুবই দুঃখিত।
নিজের নির্বাচনী এলাকায় মানিকগঞ্জের হাসপাতালেই ৫০০ ডেঙ্গু রোগী ভর্তি জানিয়ে জাহিদ মালেক বলেন, আগে পাঁচটা রোগী ছিল না, এখন ৫০০ রোগী কোথা থেকে এলো। যদি ড্রেন, জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার করা না হয়, ঠিকমত ওষুধ আর স্প্রে না করে তাহলে তো ডেঙ্গু কমবে না।