, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ব্যারিস্টার সুমনকে ভারতের আন্না হাজারের সঙ্গে তুলনা হাইকোর্টের

  • আপলোড সময় : ১৭-১০-২০২৩ ০১:১৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৩ ০১:১৫:৪৯ অপরাহ্ন
ব্যারিস্টার সুমনকে ভারতের আন্না হাজারের সঙ্গে তুলনা হাইকোর্টের ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ভারতীয় সমাজ সংষ্কারক আন্না হাজারের সঙ্গে তুলনা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ভারতের আন্না হাজারী যেমন পথে পথে ঘুরে জনগণের জন্য কাজ করেছেন। সমাজ উন্নয়নে ভূমিকা রেখেছেন। আমরা আশা করি বাংলাদেশে ব্যারিস্টার সুমনও আন্না হাজারের মত ভূমিকা রেখে যাবেন। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন।

বনানীতে সিটি করপোরেশনের জমির ওপর বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের নির্মিত বহুতল ভবন শেরাটন হোটেল নিয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন। ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন, আপনি জনগণের স্বার্থে কাজ করে যাবেন। বাঁধা আসবেই, সেই বাঁধা ওভারকাম করে সামনে এগিয়ে যেতে হবে। আমরা আপনার কাজকে এপ্রিশিয়েট করি।

হাইকোর্ট আরও বলেন, ভারতীয় সমাজ সংস্কারক যেমন একা একা পথে পথে ঘুরে গ্রাম উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিয়েছেন। আপনিও জনগণের পক্ষে কাজ করে যাবেন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস