চীন সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নেবেন তিনি। আগামীকাল বুধবার তিনি চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে বৈঠক করবেন। খবর আল জাজিরা
‘প্রিয় বন্ধুর’ আমন্ত্রণে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে চীনে পৌঁছায় পুতিন। সির যুগান্তকারী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের দশম বর্ষপূর্তি উপলক্ষে বেইজিংয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে চীন। আজ থেকে এই সম্মেলন শুরু হয়েছে। এতে অন্যতম গুরুত্বপূর্ণ আমন্ত্রিত অতিথি পুতিন।
চীন আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৩০টি দেশের প্রতিনিধি অংশ নেবেন। সেই সঙ্গে এ সম্মেলনের সুবাধে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করবেন পুতিন ও সি। দুই নেতার বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে বলে জানিয়েছে ক্রেমলিন। এর বাইরে ক্রেমলিন বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
রুশ নেতার চীন সফরকালে কিছু বড় চমক আশা করছেন বিশেষজ্ঞরা। তারা পুতিন-সির আসন্ন বৈঠকটিকে মস্কোর প্রতি বেইজিংয়ের সমর্থনের প্রতীক হিসেবে দেখছেন। এই সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধেল পাশাপাশি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্য রক্তক্ষয়ী সংঘাত চলছে।
এদিকে আজ ভিয়েতনাম, থাইল্যান্ড, মঙ্গোলিয়া ও লাওসের নেতাদের সঙ্গে ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে বলে জানা গেছে।