‘ভেবে ভেবে তোমায়’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন অপু আমান। এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন মামুন মাহাদি। সম্প্রতি শিল্পী অমির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।
২০০৫ সালে সাধন সরকারের হাত ধরে নাওশীন অমির সংগীতে হাতেখড়ি। ঢাকা ওয়াই ডব্লিউ সি এ গানের স্কুল থেকে ৪ বছর গানের তালিম নেন। ২০০৯ সালে ছায়ানট সংগীত বিদ্যায়তনে শিশুতে ভর্তি হন। ২০১৬ সালে পাঠ সম্পন্ন করে প্রথম মান নিয়ে নজরুল সংগীত বিভাগে উত্তীর্ণ হন।
কিছুদিন ছায়ানটের শিক্ষক সহযোগী হিসেবেও কাজ করেন নাওশীন। পাশাপাশি নজরুল ইনস্টিটিউটের ‘তরুণ’ কোর্সে প্রথম স্থান অধিকার করেন। এরপর শুদ্ধ সংগীতের তালিম নেন গুরু অসিত দের কাছে। ছোটবেলা থেকেই বিভিন্ন স্কুলভিত্তিক প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হন নাওশীন। বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতায় ঢাকা জেলায় নজরুল সংগীত বিভাগে প্রথম স্থান অধিকার করেন তিনি।
বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত নজরুল সংগীতশিল্পী নাওশীন। বাংলাদেশ-ভারতের আধুনিক গানও করছেন তিনি। গানের পাশাপাশি পড়াশোনা করছেন নাওশীন। গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সে সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিষয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তিনি।