, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হামাসের রকেট হামলায় ইসরায়েলের পার্লামেন্ট বন্ধ

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ১০:০৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ১০:০৯:৫৮ অপরাহ্ন
হামাসের রকেট হামলায় ইসরায়েলের পার্লামেন্ট বন্ধ
এবার বেশ কয়েকদিন ধরেই ইসরায়েলের তেল আবিবে সাইরেন বাজানোর ঘটনা ঘটছে। তবে হামাসের রকেট হামলার তথ্য পাওয়া যাচ্ছে না। এবার সেই হামলা হলো। শুধু তেল আবিব নয়, সোমবার জেরুজালেমেও রকেট হামলা চালিয়েছে হামাস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হামাসের সামরিক শাখা কাসাম  বিগ্রেড এক বিবৃতিতে এমন দাবিই করেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি। কাসাম  বিগ্রেড বলছে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর একের পর এক হামলা করেই যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী।

এ পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ মারা গেছে। এ হামলার জবাবেই এসব রকেট হামলা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, জেরুজালেমে রকেট হামলার সাইরেন বাজানোর পর ইসরায়েলের পার্লামেন্টের কার্যক্রম সাময়িকের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুরও পার্লামেন্টে অংশ নেওয়ার কথা ছিল। পরে তাঁকে নিরাপদ কক্ষে সরিয়ে নেওয়া হয়।

এরই মধ্যে গাজা থেকে আসা রকেটের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় গাজা থেকে আসছে হামাসের রকেট। রকেটের ধোয়া দেখা যাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, পার্লামেন্ট বন্ধের পর সবাই বেরিয়ে যাচ্ছেন।
সর্বশেষ সংবাদ