, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মাত্র ৩২১ দিনে পদ্মা সেতুতে ৭০০ কোটি টাকার টোল আদায়

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৩ ০১:৩৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৩ ০১:৩৩:৫৬ অপরাহ্ন
মাত্র ৩২১ দিনে পদ্মা সেতুতে ৭০০ কোটি টাকার টোল আদায়
মাত্র ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে ৭০০ কোটি টাকার টোল আদায়ের মাইলফলক ছুঁয়েছে পদ্মা সেতু। অন্যান্য যানবাহনের পাশাপাশি এবারের ঈদুল ফিতরে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় বেড়েছে টোল আদায়ের পরিমাণ। পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত বছরের ২৫ জুন উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে সেতুতে শুরু হয় যান চলাচল। গতকাল শুক্রবার (১২ মে) সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। আমিরুল হায়দার চৌধুরী জানান, দ্রুত সেতুতে স্বয়ংক্রিয় আধুনিক পদ্ধতিতে টোল আদায় শুরু হচ্ছে।

এছাড়াও এ পর্যন্ত সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকার। আর একদিনে সর্বোচ্চ যানবাহন পার হয়েছে প্রায় ৫০ হাজারের বেশি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস