চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দুটিতে বড় হার দেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জশ বাটলারের দল আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। তারপরও ইংল্যান্ডকে সেমিফাইনালেই দেখছেন ইংলিশদের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
এদিকে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ৬৯ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৮ বর্ষী ভন লেখেন, ‘ইংল্যান্ড বিশ্বকাপের সেমিতে।’
আসরে প্রথম জয় পাওয়া আফগানিস্তান শুরুতে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৮৪ রান তুলেছিল। জবাবে ৪০.৩ ওভার ২১৫ রানে অলআউট হয় থ্রি লায়ন্স বাহিনী। ৬৯ রানে জেতে হাসমতউল্লাহ শহিদীর দল।