, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ইবিতে সিওয়াইবির উদ্যোগে 'বিশ্ব খাদ্য দিবস' পালিত

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ০৩:০২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ০৩:০২:৫৪ অপরাহ্ন
ইবিতে সিওয়াইবির উদ্যোগে 'বিশ্ব খাদ্য দিবস' পালিত
ইবি প্রতিনিধি: ‘পানি জীবন, পানিই খাদ্য' কেউ থাকবে না পিছিয়ে’ প্রতিপাদ্যে সারা বিশ্বের মতো বাংলাদেশেও 'বিশ্ব খাদ্য দিবস' উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ অক্টোবর) বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে  কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। ভেজাল খাদ্য প্রতিরোধে ‘ভোক্তা যোদ্ধা’ হিসেবে সর্বদা সোচ্চার আছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় ক্যাম্পাসের অনুষদ ভবন সংলগ্ন বটতলা থেকে র‌্যালি বের করে সংগঠনটি। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। সংগঠনটির সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক রাকিব রিফাতের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসাদুজ্জামান নুর, তৌফিক আজম শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ শুভ, রাকিব হাসান ও কুলছুম আক্তার, দপ্তর সম্পাদক তৌকি ওয়াসিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ ও আইন বিষয়ক সম্পাদক মীম খাতুন-সহ সংগঠনটির অর্ধশতাধিক সদস্য। র‌্যালিতে ‘খাদ্য দিবসের অঙ্গীকার, নিরাপদ খাদ্য চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

পরে সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে ক্যাম্পাসের ঝাল চত্বর, জিয়া মোড় ও প্রধান ফটক সংলগ্ন এলাকার বিভিন্ন মুদি দোকান ও হোটেলগুলোতে সচেতনতামূলক ক্যাম্পেইন করেন সংগঠনটির সদস্যরা।

আলোচনা সভায় সিওয়াইবি’র সহ-সভাপতি আসাদুজ্জামান নুর বলেন, বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আমরা সোচ্চার আছি। যেকোনো স্থানে ভেজাল খাদ্য দেখলে আমরা ভোক্তা যোদ্ধা হিসেবে প্রতিবাদ গড়ে তুলবো।
সর্বশেষ সংবাদ