, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফরিদপুরে অগ্নিকাণ্ডে দোকানসহ মালামাল পুড়ে ছাই

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ০৩:০২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ০৩:০২:০৯ অপরাহ্ন
ফরিদপুরে অগ্নিকাণ্ডে দোকানসহ মালামাল পুড়ে ছাই
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ-প্রতাপ বাজারে অগ্নিকাণ্ডে এক দোকানীর দোকানঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এসময় দোকানে থাকা ফ্রিজ টিভি ও মালামালসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন  দোকান মালিক দেলোয়ার হোসেন।

সালথা ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দোকানটি সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।

প্রদক্ষদর্শী ইব্রাহিম মোল্লা বলেন, রাত দশটার দিকে  দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় দোকান মালিক দোলোয়ার,  হঠাৎ রাত আনুমানিক ২ টার দিকে আগুনের লেলিহান শিখা উপরে উঠে যায়  প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে ততক্ষণে দোকানটি পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সালথা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ  হারুন অর রশীদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ফায়ার সার্ভিসের টিম যায়।  কিন্তু আমরা যাওয়া আগেই দোকানটি পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে প্রাথমিক ভাবে ধারনা করা যায়।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান