, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারত-পাকিস্তান ম্যাচের গ্যালারিতে নারী পুলিশের সঙ্গে দর্শকের হাতাহাতি

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ১০:০০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ১০:০০:৩১ পূর্বাহ্ন
ভারত-পাকিস্তান ম্যাচের গ্যালারিতে নারী পুলিশের সঙ্গে দর্শকের হাতাহাতি
এবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভাবা হচ্ছিল ভারত-পাকিস্তান লড়াই। এই ম্যাচকে ঘিরে মাঠ ও মাঠের বাইরে নানান নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। মাঠজুড়ে বিরাজ করছিল থমথমে অবস্থা। আর গ্যালারিজুড়েও বেশ উত্তেজনাও দেখা গেছে।
 
এদিকে ভারত-পাকিস্তান মহারণ দেখতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এসেছিলেন প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক। তবে কানায় কানায় পূর্ণ গ্যালারিতে সবার নজর কাড়ে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। যার ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
 
ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে এক পুরুষ দর্শকের সঙ্গে কোনো বিষয়ে এক নারী পুলিশ সদস্যের বাগবিতণ্ডা হয়েছে। এরপর তা গড়ায় হাতাহাতি পর্যন্ত। এমন দৃশ্যে খেলা দেখা ছেড়ে গ্যালারিতে দৃষ্টি নিক্ষেপ করেন অনেক ক্রিকেটপ্রেমী।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ওই নারী পুলিশ সদস্যের সঙ্গে এক ভারতীয় সমর্থক তর্কে জড়িয়েছেন। এরপর তা হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। তবে ঠিক কি কারণে এ ঘটনা, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

উল্লেখ্য, শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৪২ দশমিক ৫ ওভারে মাত্র ১৯১ রানেই অল-আউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া