ইবি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার দিনের ছুটি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে এই ছুটি। রোববার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে ঐদিন সকল পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে। এছাড়া ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।
উল্লেখ্য, অফিস বন্ধকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে। এছাড়া প্রহরীদের স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে।