বগুড়ার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রোববার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। বড়মহর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, হঠাৎ করে বিমানটি আছড়ে পড়ে।
আইএসপিআর এক গণমাধ্যমকে জানায়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। বিমানে থাকা দুই পাইলট সুস্থ আছেন।