, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চরফ্যাশনে ৭ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৫-১০-২০২৩ ১০:৪৮:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৩ ১০:৪৮:০৪ পূর্বাহ্ন
চরফ্যাশনে ৭ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে মেহেদী গাছের ডালের সাথে ঝুলন্ত সুমাইয়া (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ৩নং ওয়ার্ডে শাহে আলম মাষ্টার বাড়ী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সুমাইয়া ওই গ্রামের বাসিন্দা মোঃ জামালের মেয়ে।

শনিবার (১৪ অক্টোবর) পুলিশ সুমাইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সুমাইয়ার পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে যায় শিশু সুমাইয়া। কিছুক্ষণ পর শিশুটির বাবা জামাল হোসেন মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের কোনে একটি মেহেদী গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখেন সুমাইয়াকে। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গাছ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। কি কারনে ৭ বছরের শিশু সুমাইয়া গলায় ফাঁস দিয়েছে এর কারন এখনো জানা যায়নি। মৃত্যুর আসাল কারন জানার জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সুমাইয়ার মরদেহ। 

সহকারি পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোহাম্মদ মেহেদী হাসান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ৭ বছরের শিশু সুমাইয়ার মৃত্যুর কারন নিয়ে সন্দেহ রয়েছে বিদায় মরদেহটি উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ যানা যাবে। এই ঘটনায় শশীভূষণ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান