চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাঁ-পায়ের মাংসপেশীতে চোট পেয়েছেন সাকিব আল হাসান। পরে অবশ্য খেলা চালিয়ে যান। দ্বিতীয় ইনিংসে বলও করেন।
তবে ম্যাচ শেষ করার আগেই মাঠ ছাড়েন টাইগার অধিনায়ক। চোটের গভীরতা স্ক্যান করাতে চলে যান হাসপাতালে। বর্তমানে বিসিবির মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন টাইগার অলরাউন্ডার। শনিবার বিবৃতিতে এমনটাই জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান সাকিবের বলেছেন: ‘সাকিব ব্যাটিংয়ের সময় বাঁ-পায়ে অস্বস্তি বোধ করেছেন। পরে তিনি ফিল্ডিং করেন এবং দশ ওভারের পুরো কোটা পূরণ করেন। ম্যাচ শেষে তার এমআরআই স্ক্যান করা হয়েছে। আমরা আগামী ম্যাচের জন্য তার ফিটনেস পর্যবেক্ষণ করতে থাকব। ক্লিনিক্যালি তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’
এর আগে শুক্রবার চেন্নাইতে ব্যাটিং ইনিংস চলাকালেই মাসল ক্র্যাম্প (মাংসপেশীতে টান) পড়েছিল তার। পরে আক্রমণাত্মক ব্যাটিং করে দলের সংগ্রহ বাড়াতে চেয়েছেন। যদিও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৫১ বলে ৪০ রানের ইনিংস খেলে লোকি ফার্গুসনের শিকার হন।
বোলিং করতে এসে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের বোলিং কোটা পূরণ করেন সাকিব। ফিল্ডিং করতে গিয়েও নিজের চেনা জায়গা ছেড়ে দাঁড়িয়েছিলেন স্লিপে। সাকিবের অস্বস্তির বিষয়টি ম্যাচ চলাকালেই টের পাওয়া গিয়েছিল। একপর্যায়ে মাঠ ছেড়ে চলে যান তিনি।
১৯ অক্টোবর পুনেতে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।