, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মর্গে জায়গা নেই, ফিলিস্তিনিদের লাশ রাখা হচ্ছে আইসক্রিমের ট্রাকে

  • আপলোড সময় : ১৪-১০-২০২৩ ০৮:৫৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৩ ০৮:৫৪:৪৮ অপরাহ্ন
মর্গে জায়গা নেই, ফিলিস্তিনিদের লাশ রাখা হচ্ছে আইসক্রিমের ট্রাকে
এবার ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। যেখানে–সেখানে পড়ে আছে লাশ। সেসব লাশ নিয়ে রাখা যাচ্ছে না হাসপাতালের মর্গেও। কেননা হাসপাতালের মর্গও এরই মধ্যে লাশে ভর্তি। এ কারণে আইসক্রিমের ট্রাকে রাখা হচ্ছে ফিলিস্তিনিদের লাশ।

এদিকে এক প্রতিবেদনে এমন তথ্যই দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। ভিডিওতে দেখা যায়, শুধু আইসক্রিমের ট্রাকে নয়, রেফ্রিজারেটর সুবিধা থাকা খাবার বহনকারী গাড়িতেও রাখা হচ্ছে লাশ।
 
এসব গাড়ি গাজার স্থানীয় কয়েকটি ফ্যাক্টরি থেকে এনেছে একটি হাসপাতালের কর্তৃপক্ষ। দেইর আল বালাহ এলাকার সেই হাসপাতালের ফরেনসিক প্যাথলজিস্ট ইয়াসির খাতাব বলেন, প্রতিদিন মৃত্যু বাড়ছেই। এ কারণে বাধ্য হয়ে ট্রাকে লাশ রাখতে হচ্ছে।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১৫টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুইটি হাসপাতালের কার্যক্রমই বন্ধ হয়ে গেছে। নিহত হয়েছেন ২৮ জন স্বাস্থ্যকর্মী। অকেজো হয়ে গেছে ২৩টি অ্যাম্বুলেন্স।

গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২ হাজার ২১৫ জন নিহত হয়েছেন। শনিবার এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৭২৪ শিশু ও ৪৫৮ জন নারী রয়েছে। আহত হয়েছে ৮ হাজার ৭১৪ জন। ইসরায়েলের বোমা হামলায় এক দিনেই ৩২৪ জন নিহত হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন ১ হাজারের বেশি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস