এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি সম্প্রচার করছে না দেশের কোনো টিভি চ্যানেল। যে কারণে বাংলাদেশের দর্শকদের একাংশ বঞ্চিত হচ্ছে। তবে বিসিবি তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। প্রথম ওয়ানডে থেকেই আইসিসি টিভিতে (অনলাইনে) দেখা যাচ্ছে। গতকাল শুক্রবার ১২ মে দ্বিতীয় ওয়ানডে দেখা যাচ্ছে বিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও।
তবে এর আগেও এমন দুই একটি সিরিজের টিভি স্বত্ব কিনতে আগ্রহ দেখায়নি বাংলাদেশি কোনো টিভি চ্যানেল। ব্যাপারটিতে বেশ বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রয়োজনে বিসিবি নিজেরা চ্যানেল খুলতেও প্রস্তুত বলে জানান তিনি।
গতকাল ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচ চলাকালীন সাংবাদিকদের বলেন, 'একবার-দুবার হয়েছে, তৃতীয়বার আমরাতো আর অপেক্ষা করতে পারব না। আমরা যে চাই তা না। ওরা যদি না দেখায়। কোনো উপায় না থাকলে আমরা-বিসিবি চালু করব চ্যানেল। চ্যানেলে সবগুলো খেলা দেখাবে, আমাদের যত খেলা আছে। ঘরোয়া লিগ–সব।’
চলমান সিরিজের সম্প্রচার নিয়ে জটিলতার ব্যাখ্যায় পাপন যোগ করেন, ‘সম্প্রচারের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হোস্ট (আয়োজক) বোর্ডের ওপর। আমরাও চাই বাংলাদেশের সমর্থকেরা খেলা দেখুক। তারাই এটার চূড়ান্ত করে। আমাদের তেমন কিছু করার থাকে না। বাংলাদেশের কোনো চ্যানেলকে তো কিনতে হবে। যদি না কেনে, ওরা যদি ফ্রি না দেখাতে দেয়, তাহলে তো কিছু করার থাকে না।’
তিনি আরও বলেন, ‘আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের হাতে দুটা অপশন আছে। আমাদের ইউটিউবে খেলা দেখানো। আর না হয় টিভি চ্যানেল খোলা। আমরা যদি এখন আবেদন করি, সবাই বলবে আমরা খেলা দেখাব।’