, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সোনারগাঁওয়ের খাবার দিয়ে নাস্তা করে অনশনে বসেছেন ফখরুল : সেতুমন্ত্রী

  • আপলোড সময় : ১৪-১০-২০২৩ ০৫:৪৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৩ ০৫:৪৬:৫২ অপরাহ্ন
সোনারগাঁওয়ের খাবার দিয়ে নাস্তা করে অনশনে বসেছেন ফখরুল : সেতুমন্ত্রী ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনারগাঁও হোটেল থেকে খাবার এনে নাস্তা করে অনশনে বসেছেন। আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলার সিভিল এভিয়েশন মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বিএনপির অনশনের খবর জানেন? মির্জা ফখরুল সকালে সোনারগাঁও থেকে খাবার এনে নাস্তা করছে। মিডিয়াকে বলে অনশন। এরপর আবার রাজখাবার খান।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইদানিং পিটার হাসের সঙ্গে কথা বলে এসে আজরাইলের সঙ্গে কথা বলেন। ফখরুল শেষ পর্যন্ত আজরাইলে আপনার ওপর আছর করেছে। আজরাইলের সঙ্গে কথা কন। কোনো পদযাত্রায় কাজ হয় না।

সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল বলে শেখ হাসিনাকে আর সময় দেবে না। সময় দেওয়ার তুমি কে? সময় দেবে বাংলার জনগণ। এখন তো আর মার্কিন নিষেধাজ্ঞা আসছে না। এখন দলের নেতাকর্মীদের কী বলবেন?

তিনি বলেন, ফখরুল সাহেব ক্ষমতার জন্য শেখ হাসিনা ঘুরাঘুরি করে এমন কথাও আপনি বলেছেন। শেখ হাসিনা কারও কাছে ঘোরাঘুরি করতে যায় না। তিনি বিদেশে যান বাংলাদেশের জন্য, জনগণের জন্য, অর্থনীতিকে বাঁচাতে। সহ্য হয় না? হায়রে অন্তর্জ্বালা! আসলে এরা অন্ধকারের জীব। ফখরুল আজকে বলে বাংলাদেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে।

ফখরুল তোমার বিএনপি ফোকলা হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। আইএমএফ বলেছে, বাংলাদেশ অর্থনীতিতে অগ্রসরমান। অর্থনীতি সঠিক পথে। কী বলে নাই? আজকেই রিপোর্ট আছে পত্রপত্রিকায়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মোহাম্মদ এ আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি প্রমুখ।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস