, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মাহমুদউল্লাহ বিশ্বকাপের স্কোয়াডে থাকবে: পাপন

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৩ ১০:২৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৩ ১০:২৮:১৫ পূর্বাহ্ন
মাহমুদউল্লাহ বিশ্বকাপের স্কোয়াডে থাকবে: পাপন
এবার ফর্মহীনতা জাতীয় দল থেকে ছিটকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরপর দুই সিরিজে টাইগার শিবিরে না থাকায় শঙ্কা জেগেছিল বিশ্বকাপের স্কোয়াডে তার অন্তর্ভূক্তি নিয়ে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, ৫০ ওভারের বিশ্ব আসরে জাতীয় দলের স্কোয়াডে থাকবেন সাইলেন্ট কিলার।

এদিকে টেস্ট থেকে মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন ২০২১ সালের জুলাইয়ে। ব্যাটিং ব্যর্থতায় জায়গা হারিয়েছেন টি-টোয়েন্টি দল থেকে। গত বছর এশিয়া কাপে সবশেষ সংক্ষিপ্ত সংস্করণে খেলেছিলেন তিনি। তাকে এ সংস্করণ থেকে বিদায় জানাতে চায় বিসিবি। বাকি ছিল কেবল ৫০ ওভারের ম্যাচ।

কিন্তু সেখানেও ফর্মহীনতায় পরপর দুই সিরিজের দলে জায়গা হয়নি রিয়াদের। তাতে শঙ্কা জেগেছিল, টি-টোয়েন্টির মতো এ সংস্করণেও বিসিবি বাদ দিতে পারেন সাইলেন্ট কিলারকে। এ বিষয়ে নির্বাচকরা অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে বাদ দেয়ার পর জানিয়েছিলেন, বিশ্রাম দেয়া হয়েছে রিয়াদকে। 

পরের সিরিজে আবার তাকে না রাখা নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, কেউই নজর এড়াচ্ছে না। ভালো করতে পারলে জাতীয় দলে ফের মিলবে ডাক। প্রধান নির্বাচকের সে আশ্বাসে হয়তো নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে রিয়াদ বেছে নেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে। যেখানে সফলই বলা যায় এ ব্যাটারকে। 

মোহামেডানের হয়ে সবশেষ ১০ ম্যাচে ৪টি ফিফটি হাঁকান তিনি। বল হাতে উইকেটও তুলে নেন ২টি। যা নজর এড়ায়নি বিসিবিরও। নিশ্চিত করে না বললেও পাপন মনে করেন, বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন রিয়াদ। হয়তো তাকে পরখ করে দেখা হবে আফগানিস্তান সিরিজে। কারণ ওই সিরিজ শেষেই এশিয়া কাপ ও বিশ্বকাপের স্কোয়াড ঠিক করবে বিসিবি।
 
গতকাল শুক্রবার ১২ মে ইংল্যান্ড সফরে থাকা পাপন গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিয়াদ প্রসঙ্গে বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ আমার ধারণা বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। সমস্যাটা অন্য জায়গায়। তৌহিদ হৃদয়ের জায়গায় আরেকজনকে খেলালাম বা বিশ্রাম দিলাম, শান্তকে বিশ্রাম দিলাম, এটা যেমনটা সহজ; রিয়াদ স্কোয়াডে আছে কিন্তু খেলাচ্ছে না এ জিনিসটা কেমন হবে সেটা চিন্তা করছে সবাই। যদি না খেলায় কোনো একটা ম্যাচে। এই জিনিসগুলো নিয়েই চিন্তাভাবনা করছে। তবে যত চিন্তাভাবনাই করুক, একটা সমাধানে আসতে হবে।’
 
এদিকে অধিনায়ক তামিম ইকবালের অফফর্ম নিয়েও উঠেছে প্রশ্ন। বিশ্বকাপের বছরে যা দুশ্চিন্তা বাড়াচ্ছে টাইগার শিবিরে। তার বিষয়ে পাপন বলেন, ‘শুনেন, তামিম ইকবাল আমাদের সেরা ওপেনার। এসব বলে ওকে আর নার্ভাস করবেন না। মুশফিককে নিয়ে অনেক বলা হয়েছিল, মুশফিক কি ফিরে আসেনি? ভালোভাবে ফিরে আসছে। তামিমও ফিরে আসবে। আমাদের সবাই ভালো খেলবে। আমি খুবই আত্মবিশ্বাসী।'
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস