, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন সাকিব

  • আপলোড সময় : ১৩-১০-২০২৩ ০৬:০৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৩ ০৬:০৮:৫২ অপরাহ্ন
বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন সাকিব
এখন রেকর্ড গড়াই যেন সাকিব আল হাসানের কাছে সবচেয়ে সহজ কাজ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—কোনো না কোনো রেকর্ডে তার নাম থাকেই। অনেক ভক্ত-সমর্থক সাকিবকে ডাকেন ‘রেকর্ড আল হাসান’ বলে। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার এবার বিশ্বকাপের মঞ্চে সেরা ব্যাটারের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম. চিদাম্বরাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে এই ম্যাচে দলের বিপর্যয়ের মুখে ব্যাট হাতে ৫১ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন সাকিব। এই রান সংগ্রহের পথে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছয় নম্বরে উঠে এসেছেন টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার।
 
এদিকে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের। ৪৫ ম্যাচে তার রান ২ হাজার ২৭৮। তবে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান এখন সাকিবের দখলে। বিশ্বকাপে ৩২ ম্যাচে সাকিবের সংগ্রহ এখন মোট ১২০১ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছয় নম্বরে আছেন তিনি।

আরেক ভারতীয় বিরাট কোহলি ২৮ ম্যাচে করেছেন ১ হাজার ১৭০ রান। শীর্ষ রানের তালিকাতে অবশ্য আট নম্বরে অবস্থান করছেন তিনি। এই তালিকায় ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল ১১৮৬ রান নিয়ে সাতে ও লঙ্কান কিংবদন্তি সনাথ জয়সুরিয়া ১১৬৫ নিয়ে আছেন নয় নম্বর অবস্থানে।
সর্বশেষ সংবাদ
তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী