, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

  • আপলোড সময় : ১৩-১০-২০২৩ ০৩:৫১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৩ ০৩:৫১:৩২ অপরাহ্ন
ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করনীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় "অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি"। 

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার সদর ওসমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমানের সঞ্চালনায়, দিবসটির কার্যক্রম পরিচালনা করেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার।

অনুষ্ঠিত মহড়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের উপস্থিতিতে ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করণীয় সম্পর্কে মহড়া করে দেখান ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক বেলাল হোসেন ও অন্যান্য স্কুলের শিক্ষকগণ, এনজিও কর্মী, সংশ্লিষ্টরা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান