, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফিলিস্তিনের পতাকা হাতে খেলাফত মজলিসের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৩-১০-২০২৩ ০৩:৩৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৩ ০৩:৩৭:৪০ অপরাহ্ন
ফিলিস্তিনের পতাকা হাতে খেলাফত মজলিসের বিক্ষোভ ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ফিলিস্তিনের মজলুম জনতার পক্ষে সংহতি জানিয়ে এ কর্মসূচি পালন করছে তারা।

জানা যায়, নামাজ শেষ হতেই তারা মূলত ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ বলে ওঠেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলও বের হয়। এরপর ফিলিস্তিনের পতাকা হাতে খেলাফত মজলিসের নেতারাসহ সাধারণ জনতা রাস্তায় নেমে আসেন। এ সময় তারা ‘দুনিয়ার মুসলিম, এক হও’ এক হও স্লোগান দেন।

এই কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া নামাজ শেষে আরও বেশ কয়কটি ইসলামী সংগঠন মানববন্ধন ও মিছিল করছে।
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ