, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আ.লীগ কার্যালয়ে যাচ্ছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

  • আপলোড সময় : ১৩-১০-২০২৩ ০২:৫২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৩ ০২:৫২:০৯ অপরাহ্ন
আ.লীগ কার্যালয়ে যাচ্ছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ফাইল ছবি
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করবে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে পর্যবেক্ষক দলটি এই পরিদর্শনে যাবেন। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপিসহ বিভিন্ন দল, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেছে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি আছে কি না, সেটি যাচাইয়ে যুক্তরাষ্ট্র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচনী এ সমীক্ষা মিশন পরিচালনা করবে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।

সফর শেষ হলে প্রতিনিধিদলটি একটি বিবৃতিও দেবে। নির্বাচন আয়োজন বিষয়ে তাদের যদি কোনো উদ্বেগ থাকে তা জানাবে এবং বাস্তব সম্মত সুপারিশ থাকলে তা-ও উল্লেখ করবে। এ প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি না, তা অনেকটাই নির্ভর করছে বলে মনে করেন বিশ্লেষকরা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস