, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

  • আপলোড সময় : ১৩-১০-২০২৩ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৩ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ
চলতি বিশ্বকাপে আজ শুক্রবার ১৩ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদশ। সেমিফাইনালের লক্ষ্য পূরণে জয় চাই টাইগারদের। বাংলাদেশ সহ-অধিনায়ক নাজমুল শান্ত গুরুত্ব দিচ্ছেন ব্যাটিংয়ের ওপর। অন্যদিকে, বাংলাদেশকে এই ম্যাচে সমিহ করছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। চেন্নাইয়ে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। 
 
এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সহজেই ৬ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে হেরে হতাশ করেছে সাকিব বাহিনী। ঐ ম্যাচে ব্যাটিং-বোলিং কোন বিভাগেই প্রত্যাশা পূরন করতে পারেনি, এমনকি টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্দান্তকেও যৌক্তিক প্রমাণ করতে পারেনি টাইগাররা। 

অন্যতম ফেভারিট ইংল্যান্ডের কাছে ঐ ম্যাচে হেরে, ব্যাকফুটে এখন বাংলাদেশ। সেমিফাইনালের পথে এগিয়ে যেতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ। কিউইদের বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচে ৪টিতেই হেরেছে টাইগাররা এবং একটি ম্যাচে পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপের আগে হোম সিরিজেও ব্ল্যাকক্যাপসদের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মুখোমুখি হবার আগে কঠিন চাপে টাইগাররা।

এদিকে বিশ্বকাপে ভারতের উইকেটগুলোতে বড় স্কোর হচ্ছে। কিন্তু বাংলাদেশ এখনো ব্যাটিংয়ে নিজেদের মেলে ধরতে পারেনি। তবে সহ-অধিনায়ক নাজমুল শান্ত, শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়েই নয়, সব বিভাগেই জ্বলে ওঠার উপর দিচ্ছেন।   

অন্যদিকে ২০২৩ বিশ্বকাপে উড়ন্ত সূচনাই করেছে নিউজিল্যান্ড। গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথম ম্যাচে উড়িয়ে দিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকেও সহজেই হারিয়েছে।  ইনুজিরির কারণে টিম সাউদির এই ম্যাচেও খেলা অনিশ্চিত। তবে কেনো উইলিয়ামসন ফিরে আসায় ব্যাটিং শক্তি বেড়েছে কিউইদের। 

এ বছরে দু'দলের পারপরম্যান্সের আলোকে নিউজিল্যান্ড ম্যাচে পরিস্কার ফেভারিট। যদিও উইলিয়ামন বাংলাদেশকে সমিহই করেছেন। চেন্নাইর স্পিন কন্ডিশনে সাকিব-মেরাজরা বোলিংয়ে জ্বলে উঠলে বাংলাদেশের সম্ভাবনা বাড়বে মনে করছেন নিউজিল্যান্ড অধিনায়ক। বাংলাদেশ দলে কয়েকজন ম্যাচ উইনার আছেন যাদের নিয়েও সতর্ক উইলিয়ামসন।   

উইলিয়ামসন বলেন, "নিশ্চিতভাবেই উপমহাদেশের কন্ডিশনের সাথে বাংলাদেশের ক্রিকেটাররা খুব ভালোভাবে পরিচিত। দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে। বাংলাদেশ দলে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে ভারতীয় একজন কোচ থাকায় দলও লাভবান হতে পারে।

এটা বেশ লম্বা একটা টুর্নামেন্ট। প্রতিটি ম্যাচই কঠিন। এটা এমন একটা ফরম্যাট যেখানে যে কেউ, যে কাউকেই হারিয়ে দিতে পারে। দুই দলেই বেশ কিছু ভালো স্পিনার আছে। যারা ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে। এই ম্যাচে আমরা আমাদের পারফরম্যন্সকেই গুরুত্ব দিচ্ছি।"

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১টি ওয়ানডে খেলে ১০ জয়ের বিপরীতে ৩০টিতেই হেরেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপে দু'দলের ৫ মুখোমুখিতে সবকটিতেই জিতে মানসিকভাবেও অনেক এগিয়ে নিউজিল্যান্ড।  
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর