, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভিড় বাড়ছে হাসপাতালে!

  • আপলোড সময় : ১৩-১০-২০২৩ ০৯:২৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৩ ০৯:২৩:১৮ পূর্বাহ্ন
ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভিড় বাড়ছে হাসপাতালে!
এবার ক্রিকেটজ্বরে কাঁপছে ভারতের আহমেদাবাদ শহর। আগামীকাল শনিবার ১৪ অক্টোবর সেখানকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের মহারণে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ভক্তদের মাঝে উন্মাদনার কমতি নেই।

ইতোমধ্যে গুজরাটের সব হোটেল ‍শতভাগ বুকিং হয়ে গেছে; জায়গা না পেয়ে হাসপাতালগুলোতে ঠাঁই নিয়েছেন অনেকে! যাদের বেশিরভাগ চেক-আপ করার কথা বলে হাসপাতালের সিট ভাড়া নিচ্ছেন।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, পশ্চিম ভারতের শহর আহমেদাবাদে ক্রিকেটীয় উত্তেজনার পারদ চরমে পৌঁছে গেছে। ভারত-পাকিস্তান ম্যাচের আগমুহূর্তে এক রাতের জন্য হাসপাতালে বুকিং দিচ্ছেন অসংখ্য মানুষ। কারণ হিসেবে তারা স্বাভাবিক চেক-আপের কথা উল্লেখ করছেন।

স্থানীয় গণমাধ্যমকে চিকিৎসকরা জানিয়েছেন, কৌশলে বেশিরভাগ মানুষ চেক-আপ প্যাকেজ এবং তারসঙ্গে কম খরচে রাতে থাকার সুবিধা নিতে হাসপাতালগুলোকে বেছে নিচ্ছে। যেখানে হোটেলের সিটের ভাড়া ২০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এদিকে আহমেদাবাদ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুষার প্যাটেল বলছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে আমরা বড় সংখ্যক মানুষদের দেখছি ভারত-পাকিস্তান ম্যাচের কাছাকাছি সময়ে হেলথ চেক-আপের সময় নির্ধারণ করেছে। একই সময়ে তারা হাসপাতালেও থাকতে চায়।’
 
তবে আহমেদাবাদ হাসপাতাল ও নার্সিং হোম অ্যাসোসিয়েশন এ ধরনের ব্যক্তিদের জায়গা দিতে অনুৎসাহিত করছে হাসপাতালগুলোকে। সংগঠনটির সভাপতি ভারত গাধাভি বলছেন, ‘আমাদের সদস্যদের বলে দিয়েছি যাতে এ ধরনের কোনো অনুরোধে কান না দেয়। হাসপাতাল সুস্থ (নন-প্যাশেন্ট) ব্যক্তিদের থাকার জায়গা নয়।’
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ