, শুক্রবার, ০৩ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, দেখবেন যেভাবে

  • আপলোড সময় : ১২-১০-২০২৩ ০৮:০০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৩ ০৮:০০:৪৮ অপরাহ্ন
ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, দেখবেন যেভাবে
আগামী ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আলাদা আলাদা ম্যাচে শুক্রবার (১৩ অক্টোবর) মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এদিন ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মন্যুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মাঠে নামবে মেসিরা।

আর সকাল সাড়ে ৬টায় খেলবে নেইমারবাহিনী ব্রাজিল। ঘরের মাঠ অ্যারেনা পান্তানাল স্টেডিয়ামে খেলবে সেলেসাওরা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফিফা।

ফিফার নিজস্ব চ্যানেল ‘দি ফিফা প্লাস ফাস্ট’-এ ম্যাচ দুটি দেখা যাবে। এর আগে, বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই লড়াইয়ে বলিভিয়া ও পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল নেইমাররা। এবার বিশ্বকাপের আসন্ন আসরের বাছাইয়ে আগামী ১৩ ও ১৮ অক্টোবর ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল।

অন্যদিকে মেসিদের পরের ম্যাচ পেরুতে। আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টায় লিমার এস্তাদিও নাসিওনালে গড়াবে ম্যাচটি। অন্যদিকে ১৮ অক্টোবর পেরু–আর্জেন্টিনার ঘণ্টা দুয়েক আগে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল ৬টায় মন্তেভিদেওর এস্তাদিও সেন্তেনারিওতে উরুগুয়ের বিপক্ষে খেলবে নেইমাররা।

এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচের সূচিও ঘোষণা করেছে কনমেবল। আগামী ২১ নভেম্বর মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচে নেইমার–অ্যালিসনরা আতিথ্য দেবেন মেসি–দি মারিয়াদের। তবে এখনও এই ম্যাচের ভেন্যু এবং শুরুর সময় জানা যায়নি।

এদিকে সর্বশেষ ২০২১ সালের ৫ সেপ্টেম্বর কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ব্রাজিলে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু খেলা শুরুর ৭ মিনিটের মাথায় স্থগিত হয় ম্যাচটি। তবে পরের আর ম্যাচটি আয়োজিত হয়নি।