, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কক্সবাজার থেকে ৯৩৫ কিলোমিটার দূরে মোখা, শুরু হয়েছে বৃষ্টি

  • আপলোড সময় : ১২-০৫-২০২৩ ০৮:৫০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৩ ০৮:৫০:৫৫ অপরাহ্ন
কক্সবাজার থেকে ৯৩৫ কিলোমিটার দূরে মোখা, শুরু হয়েছে বৃষ্টি
এখন সময় যত যাচ্ছে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা।’ কতটা শক্তি নিয়ে মোখা উপকূলে আঘাত হানবে বা মোখার গতিপথ নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে মোখা কক্সবাজার থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। যার ফলে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 

আজ শুক্রবার ১২ মে আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। এদিকে আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জায়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সমুদ্রে ২৮ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হচ্ছে।
 
ইতোমধ্যে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১২ মে) বেলা ৩টার দিকে জেলা প্রশাসক মো. শাহীন ইমরান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। সাগর উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে দেয়া হচ্ছে না। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।’ জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।

নিয়ন্ত্রণকক্ষের মোবাইল ফোন নম্বর- ০১৮৭২৬১৫১৩২, +৮৮ ০৩৪১৬২২২২, ফ্যাক্স নম্বর-+৮৮০২৩৩৪৪৬২২০৫, +৮৮ ০২৩৩৪৪৬২২০৬, ই-মেইল[email protected], [email protected]। ঘূর্ণিঝড়ে যেকোনো তথ্য ও সেবা পেতে এসব নম্বরে যোগাযোগ করা যাবে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস