, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফিলিস্তিন সব মুসলমানের হৃদয়ের কাছাকাছি বিষয়: পুতিন

  • আপলোড সময় : ১২-১০-২০২৩ ০৫:১৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৩ ০৫:১৯:৩২ অপরাহ্ন
ফিলিস্তিন সব মুসলমানের হৃদয়ের কাছাকাছি বিষয়: পুতিন
এবার ফিলিস্তিন ইস্যু সব মুসলমানের হৃদয়ের কাছাকাছি বিষয়। আজ বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মন্তব্য করেছেন। রাশিয়ান জ্বালানি সপ্তাহের পূর্ণাঙ্গ অধিবেশনে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে সংঘটিত অন্যায়কে প্রত্যেক মুসলমান তাদের হৃদয়ে ধারণ করছে। 

তিনি বলেন, প্রকৃত অর্থে ফিলিস্তিনি ভূমি কেড়ে নিয়েছে ইসরায়েল। তারা মূলত সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে এটা করেছে। প্রেসিডেন্ট পুতিন বলেন, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্য যেকোনো জায়গার মুসলমানরা অনুভব করেন যে ফিলিস্তিনিরা বছরের পর বছর ধরে যা সহ্য করেছে তা অবিশ্বাস্য রকমের চরম অবিচার। 

তিনি আরও বলেন, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলেও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র কখনও গঠন করা হয়নি। অথচ এটি জরুরি ছিল। এই ফিলিস্তিন সংকট এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে গেঁথে গেছে এবং ইসলাম চর্চা করা প্রতিটি মুসলমান একইভাবে তা অনুভব করে। 

এদিকে প্রেসিডেন্ট পুতিন বলেন, মূলত ওই অঞ্চলে দু‘টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা ছিল। কিন্তু তা শুধুমাত্র আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি, তাস
সর্বশেষ সংবাদ