, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সোশ্যাল মিডিয়ায় তামিমের আবেগঘন বার্তা

  • আপলোড সময় : ১২-১০-২০২৩ ১১:২৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৩ ১১:২৬:৩৩ পূর্বাহ্ন
সোশ্যাল মিডিয়ায় তামিমের আবেগঘন বার্তা ফাইল ছবি
ভারত বিশ্বকাপ শুরু হয়েছে গত ৫ অক্টোবর থেকে। এবারের ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ আসরে বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি আরও একজন দেশকে প্রতিনিধিত্ব করছেন। তিনি বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

বুধবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তামিম লিখেন, এবারের বিশ্বকাপে শুধু বাংলাদেশ দলই নয়, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ভাইও আমাদের একজন উজ্জ্বল প্রতিনিধি। দেশের প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করছেন তিনি, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় ব্যাপার।

‘বাংলাদেশে আম্পায়ারিং একটি প্রশংসাহীন কাজ। সেই দেশের একজন আম্পায়ার বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দীর্ঘদিনের কঠোর অধ্যাবসায় দিয়ে। বাংলাদেশ ক্রিকেটের জন্যও এটি গর্বের ব্যাপার। বেশ কয়েকটি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন তিনি, থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবেও।’

‘নানা বাস্তবতার কারণে আমাদের দেশের কোনো আম্পায়ার এখন পর্যন্ত এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেননি। তারপরও সৈকত ভাই একটু একটু করে লড়াই করে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, অনেক প্রতিকূলতার মধ্যেও যেভাবে আজকের এই অবস্থানে নিয়ে গেছেন, দেশের অনেক আম্পায়ারের জন্য তা নিঃসন্দেহে দারুণ অনুপ্রেরণার। অনেকেই এখন আম্পায়ারিংকে পেশা হিসেবে নেওয়ার কথা আরও বেশি গুরুত্ব দিয়ে ভাবতে পারবে।’ 

শেষে সৈকতসহ দেশের আম্পায়ারদের জন্য শুভকামনাও জানিয়েছেন তামিম, ‘অভিনন্দন সৈকত ভাই। আমাদের দেশের ক্রিকেটের মতো দেশের আম্পায়ারিংও এগিয়ে যাক আরও।’

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন সৈকত। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার সে ম্যাচে অবশ্য চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়েছে ফিল্ড আম্পায়ারিংয়ের যাত্রা। ভারতের মাটিতে চলতি ওয়ানডে বিশ্বকাপে আরও চারটি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে। আগামী ২৮ অক্টোবর ধর্মশালায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ পরিচালনা করবেন তিনি। 


 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা